ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চরিত্রের জন্য নয়’
রাজীব নূর
রাজীব নূর

মেয়ে মানুষ সিগারেট খাচ্ছিলেন, তাই চড়াও হলেন এই বীরপুঙ্গব। তার নাম শহিদ হোসেন বারেক।

রাজশাহীর সার্কিট হাউস রোডের ফুটপাতে সঙ্গীর সঙ্গে বসে সিগারেট টানছিলেন এক তরুণী। অকস্মাৎ সেখানে গিয়ে তাকে উগ্র, অনভিপ্রেত ভাষায় ভর্ৎসনা করতে থাকেন এই বারেক। তরুণী সিগারেট নিভিয়ে ফেলার পরও স্থানীয় লোকজনকে নিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেন তিনি। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেলে।   আমার সহকর্মী সৌরভ হাবিব গতকাল এই বীরকে খুঁজে বের করে জানতে চেয়েছিলেন, পুরুষদেরও সিগারেট খেতে নিষেধ করেন না কেন?'   উত্তরে বারেক বলেন, ছেলে-মেয়ের মধ্যে পার্থক্য আছে। ছেলেদের নিষেধ করা যায় না। কিন্তু মেয়েরা প্রকাশ্যে সিগারেট খেলে খারাপ লাগে।

এই বারেককে কে বোঝাবে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চরিত্রের জন্য নয়।

(ফেসবুক থেকে নেওয়া)

লেখক: সাংবাদিক

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর