ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সেটা জীবন্ত হয়ে ওঠে চঞ্চলের অসাধারণ দক্ষতায়’
মীর আফসার আলী
চঞ্চল চৌধুরী ও মীর আফসার আলী

একটা লাশ, একটা লাশবাহী ফ্রিজার গাড়ী আর একজন ড্রাইভার। বাকিটা তাদের ‘তকদীর’। খুব সোজা একটা প্লট। অথচ তারই মধ্যে চড়ছে পারদ। এক নামজাদা সাংবাদিকের সত্য খুঁজে বের করার তাগিদ গল্পটার মেরুদণ্ড। তাঁর সেই তাগিদ কীভাবে অজান্তেই বদলে দেয় এক গাড়ী চালকের তকদীর, সেটাই দেখার। ৮টি এপিসোড জুড়ে ঝকঝকে একটি টানটান থ্রিলার। মূল অভিনেতারা প্রত্যেকেই সাবলীল। কিন্তু নজর কাড়েন অবশ্যই তকদীর আলমের চরিত্রে বাংলাদেশের স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। একজন অতি সাধারণ মানুষের জীবন কীভাবে অল্প সময়ের মধ্যে পরতে পরতে বদলাতে থাকে, সেটা জীবন্ত হয়ে ওঠে চঞ্চলের অসাধারণ দক্ষতায়। অথচ তাঁকে কোনোভাবেই কোন পরিশ্রম করতে হয়নি। এতটাই সাবলীল তাঁর কাজ। এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি। তকদীরের অসহায়তা আপনাকে ভাবাবে। ঘাপটি মেরে বসে থাকা বিশ্বাসঘাতকতায় বাড়বে রহস্য।

সারাক্ষণ একটা ‘এরপর কি’ বা ‘what now’ দর্শকের পায়ে পায়ে ঘুরবে। আর সেটাই হইচই এ সদ্য রিলিজ হওয়া ‘তকদীর’ এর সবচেয়ে বড় সাফল্য। এক জমাটি থ্রিলারের প্রধান চাহিদা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর