ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘যেদিন বাবা গেলো, তুমিও গেলে চলে’
জাহারা মিতু

কেমন আছো স্বপ্নবালক?  মনে পড়ে?  তোমায় খুঁজে ফিরতাম বছর তিনেক আগে?  তারপর দিন গেলো, মাস গেলো, বছরও গেলো... তোমায় খুঁজতে ইচ্ছে হয়নি আর সেই যে শেষ দেখা... যেদিন বাবা গেলো, তুমিও গেলে চলে।

আজ হঠাৎ তোমায় মনে পড়লো মাথা যখন খুব গরম ছিলো, এসে আমায় ঠাণ্ডা করলে, জানো এই কাজটাই কেউ পারে না তুমি ছাড়া  যখন কেউ জিজ্ঞাসা করে:- এখনো কেনো একা আমি? তখন খুব বলতে ইচ্ছা করে, “দেখিনিতো তোমার মতন আর কাউকে” আচ্ছা তুমি কেমন দেখতে বলোতো খুব কালো? ভুড়ি অনেক বড়?  মাথা ভর্তি টাক... হিহিহি খুব কিন্তু রাগাবো তোমায় মনে রেখো এতো কথা বলি কিন্তু তুমি কেমন সেটাই দেখা হলো না  জানো স্বপ্নবালক অস্তিত্বহীন এই তুমিটাই আমার সবচাইতে প্রিয়  তোমার সাথেই না হয় চলুক সম্পর্ক আমার জন্ম-জন্মান্তর...

বি: দ্র: মাঝে মাঝে মাথায় হাবিজাবি ঘোরা ভালো

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর