ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মূর্খামিই আমাদের পরাজয়কে বিজয় ভাবতে সাহায্য করে!
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

আমাদের সময়ে সময়ে হুজুগে মেতে উঠার যে একটা প্রবণতা আছে না, ওই বিষয়টাকে আমার খুব কিউট লাগে। খেয়াল করে দেখবেন, হুজুগে মাতার বিষয়ের চেয়েও মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা বেশিরভাগ সময় অন্য জায়গায় থাকে। 

শুনেছি কিয়দংশের নাকি মাথাই  নাই, তাই হাতে কিছু একটা ধরায় দিলে তাই নিয়ে, পুরো বসুধাকে এফোড় ওফোড় করে ফেলে। বিষয় হাতে নিয়ে মাথাকে চাপমুক্ত রাখা আর কি! খুব মজার নাহ বিষয়টা! হুজুগে মেতে উঠার নিমিত্তে যে কিছুই হয় না, উল্টো ঋনাত্মক ধাক্কা কারো কারো বাজারকে আরও চাঙ্গা করে দেয়, সেটি ভাবনার অবকাশই নেই !  

যাই হোক কোথায় কি চাঙ্গা হয় সেটি আসলেই দেখার বিষয় না হলেও আমাদের নিজেদের মস্তিষ্ক বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে নিজেদের একটু হলেও ভাবা উচিত! মূল জায়গা ও মৌলিকত্ব ঠিক না করে এগিয়ে যে যাওয়া যায় না, সেটি মাথাবিহীন চাপ নেয়া ব্যক্তিকে কে বুঝাবে? 

হুজুগে মাতার এই প্রবণতা আমাদের ব্যক্তিগত ওজনের পাল্লার ব্যাপক অবনমন ঘটালেও আমরা কিভাবে যেন বিজয়ীর বেশে প্রশান্তির হাসি দেই। হতে পারে আমাদের মূর্খামিই আমাদের পরাজয়কে বিজয় ভাবতে সাহায্য করে!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি মিডিয়া অ্যান্ড পিআর।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত



এই পাতার আরো খবর