ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মানুষের যেহেতু দুটো কান, একটা দিয়ে শুনে আরেকটা দিয়ে বের করে
শামীমা ইসলাম তুষ্টি
শামীমা ইসলাম তুষ্টি

আমার করোনা পজেটিভ...

অসচেতন আমি, অসচেতন শুটিং ব্যবস্থা ও অন্যান্য সকল কিছুর জন্য আসলে আমাদের এখুনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন,

#কিছু_উপলব্ধী * প্লিজ শুটিংয়ে মাস্ক পরতে বললে দয়া করে বলবেন না গরীবদের করোনা হয় না  *শুটিং এ মাস্ক বাধ্যতামুলক করুন *বাথরুমে হ্যান্ডওয়াশের জন্য এখনো যুদ্ধ করতে হয়, অভিনয় শিল্পী সংঘের ভোটে জেতার পর অনেক পরিচালক আমাকে তাদের নাটকে নেওয়া বন্ধ করে দিলেন- বাথরুম পরিষ্কার আর হ্যান্ডওয়াশ চাইতাম বলে  *শুটিংয়ে একটু পানি জাতীয় খাবার শরবত বিশুদ্ধ পানি, হাইজেনিক খাবার পরিবেশন করুন, ৫০-৬০ টাকা বাঁচিয়ে কি করবেন, কথায় কথায় বাজেট নাই বলবেন না, তাহলে এটা না করে অন্য কিছু করেন, *রাত ১০ টায় শুটিংটা শেষ করেন দয়া করে, শিল্পীরাও মানুষ, শরীরের বিশ্রাম প্রয়োজন হয়, *বোকার মতো জ্ঞান দিবেন না, আপনাদের যেমন কাজ আমাদের অভিনয়, নাচ, গান করা কাজ এটাই আমাদের জীবিকা, তাই প্রতিদিন আমাদের কাজে যেতে হয়,  *শুটিং শেষে পেমেন্টা ঠিক মতো করবেন, এটা কোনো দয়া না, কাজের প্রাপ্য, *মেকাপ করে মাস্ক পরে থাকাটা দুষ্কর তাই কলাকুশলিদের শুধু পায়ে ধরা বাকি থাকে মাস্ক পরাবার জন্য, কিন্তু কোন লাভ হয় না,  মানুষের যেহেতু দুটো কান, একটা দিয়ে শুনেন আরেকটা দিয়ে বের করে দেন,  *মাস্ক গলায় পরার জিনিষ না মনে রাখবেন,  নাকে মুখে ঢেকে রাখুন, *হাত ধুতে হবে বারবার, স্যানিটাইজ করতে হবে,  সবাই সুস্থ থাকুক এটাই চাই,   আগামীকাল থেকে যাদের শুটিং ডেট দেওয়া ছিলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,  সুস্থ হয়ে ফিরে আসলে অবশ্যই ডেটগুলো মিলিয়ে দেবো,  সুস্থ হয়ে ফিরে আসলে দেখা হবে...

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর