ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এখন ভয় পাবার সময়...
আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম

মানুষকে ভয় পাইয়ে দেয়া আমার উদ্দেশ্য নয়। এরপরও বলতেই হচ্ছে। এইবারের করোনা যে অনেক ভয়াবহ এবং অনেক মানুষ টেস্ট করানোর আগেই মারা যাচ্ছে; সেই বিষয়টা কেন আপনারা মানুষের কাছে তুলে ধরছেন না? 

আপনাদের হিসাবে হয়ত প্রতিদিন ৫০/৬০ জন মানুষ মারা যাচ্ছে। সেটা মানলাম। কিন্তু অনেক মানুষ যে হঠাৎ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এইবার; যাদের কোন টেস্টও করানোর সুযোগ হয়নি; তারা তো এই তালিকায় আসছে না। হাসপাতালে নিতে নিতেই অনেকে মারা যাচ্ছে। যেহেতু তাদের করোনা টেস্ট করানো হয়নি; তাই তারা করোনায় মারা গিয়েছে এমন তালিকায় আসছে না। কিন্তু তারা তো করোনাতেই মারা গিয়েছে। 

হাসপাতাল গুলোতে আপনারা জায়গা দিতে পারছেন না। দ্রুত টেস্ট করানো যাচ্ছে না। তাহলে মানুষকে আপনারা সতর্ক করছেন না কেন? 

প্রতিদিন ফেসবুক খুললেই আমি মৃত্যু সংবাদ দেখতে পাচ্ছি। হঠাৎ করে মানুষজন মরে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আপনারা কি বুঝতে পারছেন না-এইবারের করোনা তার রূপ বদল করেছে। ব্রিটিশ ভেরিয়েন্ট অনেক বেশি দ্রুত ছড়াচ্ছে। 

তাছাড়া আমি যতটুকু বুঝি-একটা ভাইরাস যত বেশি সুযোগ পায়, তত সে তার রঙ বদলায়। আপনি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারেন- বাংলাদেশে এসে ভাইরাসটি তার রূপ নতুন করে বদল করছে না? ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় যদি করতে পারে; বাংলাদেশে এসেও তো ভাইরাসটি নতুন রূপে আবির্ভূত হতে পারে। কে জানে, এটি হয়ত আরও বেশি শক্তিশালী হয়েছে! 

এখন ভয় পাবার সময়। আপনাদের জানিয়ে রাখি-অনেক মানুষ মারা যাচ্ছে একদম কোন কিছু বুঝার আগেই। আপনি সুস্থ-সবল আছেন; একদিনের মাথায় অসুস্থ হয়ে দ্বিতীয় দিন মরে যাচ্ছেন। টেস্ট করানোর সুযোগটাও হচ্ছে না। আপনি যে করোনায় মারা গিয়েছেন, সেই তালিকায়ও তাই আপনার নাম আসছে না। ভয় পান-সতর্ক হন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



এই পাতার আরো খবর