ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মন্ত্রীর মোবাইল ছিনতাই কি আইনশৃংখলা পরিস্থিতির চিত্র? নাকি বিচ্ছিন্ন ঘটনা!
শওগাত আলী সাগর
শওগাত আলী সাগর (ফাইল ছবি)

এই যে ঢাকার রাস্তায় গাড়িতে অপেক্ষমান থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই হয়ে গেল- এটি কি আইন শৃংখলা পরিস্থিতির চিত্র? নাকি স্রেফ বিচ্ছিন্ন ঘটনা! 

ঢাকার রাস্তায় রিকশা থেকে আরোহীর ব্যাগ ছিনিয়ে নেয়া, কমলাপুরে কিংবা কোনো স্টেশনে ট্রেন ছাড়ার পরমুহূর্তে জানালায় হাত রাখা কিংবা প্রিয়জনকে বিদায় জানাতে মুখ বের করা যাত্রীর মোবাইল ফোন, শরীর থেকে গহনা, ঘড়ি ছিনিয়ে নেয়ার ঘটনা নতুন নয়। সিগন্যালে অপেক্ষমান নাগরিকের মোবাইল কিংবা ঘড়ি ছিনিয়ে নেয়ার ঘটনাও নতুন নয়। নতুন হচ্ছে- একজন মন্ত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়া।

এইসব ঘটনা সাধারণত খবর হিসেবে তেমন মূল্য পায় না, পুলিশ পর্যন্ত গড়ায় না। গড়ালেও গুরুত্ব পায় না।পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের মধ্য দিয়ে নগরীর এই প্রবণতাটি যদি সমস্যা হিসেবে চিহ্নিত হয়, পুলিশ এই দিকটায় মনোযোগ দেয়, সেটিই হবে পাওয়া।

লেখক : প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর