ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দীর্ঘ ডিপ্রেশন থেকে বের হয়ে একটা ঝকঝকে সকালে এসে দাঁড়াইলাম!
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

একজন ফিল্মমেকারের আয়ু মাত্র কয়েক দশক! চোখের পলকে জীবন ফুরায়ে যায়, ফুরায়ে যায় কাজ করার শক্তি! এই অল্প সময়ে খুব অল্পই কাজ করার সুযোগ হয়! সেখানে চারটা বছর যদি বিনা কারণে চলে যায়, তখন কি রকম বেদনায় মন ডুবে যায় সেটা নিশ্চয়ই বোঝেন সবাই! 

আজকে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় আপনাদের পোস্ট এবং চিঠিগুলা দেখে মনে হইলো বহুদিন বহুমাস পর এক দীর্ঘ ডিপ্রেশন থেকে বের হয়ে একটা ঝকঝকে সকালে এসে দাঁড়াইলাম! অনেক কৃতজ্ঞতা! যারা রাত জেগে "লেডিজ অ্যান্ড জেন্টলমেন" দেখছেন এবং দুইটা কথা লেখার প্রয়োজন বোধ করছেন! থ্যাংক ইউ অল! কিপ দেম কামিং! 

যাদের দেখা হয় নাই, দেখে আমাদেরকে জানাবেন প্লিজ! থ্যাংকস!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর