ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাশফুলের সাথে ছবি তোলা এখন নাকি ট্রেন্ড...
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

যেখানে আগে জন্মদিনই মনে রাখা হতো না সেখানে এখন থিম বেইজড জন্মদিন উদযাপন করা হয়! আধুনিক বাবা, মায়েদের অনেকেই থিম ছাড়া জন্মদিন চিন্তাও করতে পারেন না! যারা এই ধারণা গেঁথে দিতে পেরেছেন, তাঁরা ব্যবসায়িক দুয়ার উন্মুক্ত করার পাশাপাশি সময়কেও সহজভাবে রাঙিয়ে দিচ্ছেন, মন্দ না বিষয়টি! 

কাশফুলের সাথে ছবি তোলা এখন নাকি ট্রেন্ড এবং এ কারণে ত্যক্ত বিরক্ত হয়ে অনেকে তা নিয়ে সার্কাজমও করেন! এতে অবশ্য কাশফুলের সাথে ছবি তোলার পরিমাণ কমেনি বরং প্রতিবছর তা বেড়েই চলেছে।  মানুষ থেকে মানুষের চর্চিত ধারণা কখনো কখনো সামাজিকতার নামেই সাদরে গৃহীত হয়, আবার কখনো তা দ্বিধার সাগরে ভেসেও মানুষের তৈরি ঠাট্টাকে তুবড়ি মেরে উড়িয়ে চর্চিত বিষয়ের চর্চা অব্যাহত রাখে!   এভাবেই পজিটিভিটি ও নেগেটিভিটির মধ্য দিয়ে মানুষ তার প্রত্যাশার সম্প্রসারণ ঘটায়! ইহা কখনো জেনে, বুঝে সাধিত হয় আবার কখনোবা না জেনে। শুভ রাত্রি 

 

লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর