ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আসুন, মানুষকে মানুষ ভাবতে চেষ্টা করি
সাইমন সাদিক
সাইমন সাদিক

আপনি গালি দিয়ে চলে গেলেন, কিছুই মনে করলেন না! কিন্তু আমি যে দুঃখ পেলাম, তার দায় কি আপনি নেবেন না? দুঃখজনক হলেও সত্য, আমরাই আমাদের ছোট করার জন্য বেশি ব্যাস্ত থাকি। শাহরুখ খানকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি উনার ভক্ত হিসেবে।

কিছু কথা লিখেছিলাম উনার সম্পর্কে এবং উনার ছেলে সম্পর্কে। ওটা আমার আবেগ, আমার কি সেটা লেখার অধিকার নেই? আমি লিখতে পারি না?

সেই স্ট্যাটাস দেয়ার পর অনলাইন নিউজ পোর্টাল হেডলাইন দেয় শাহরুখের পাশে দাঁড়ালেন সাইমন! তারপরেই যত বিপত্তি। আমি নিউজটা শেয়ার দেই। তারপরেই কিছু মানুষ সমানে গালিগালাজ শুরু করে। আমাকে হেয় করার চেষ্টা করেন।

খুবই দুঃখজনক আমি মর্মাহত  একটা কথা জানতে চাই, আমরা যখন দোয়া করি সব মানুষ কি আমাদের সামনে থাকেন? নাকি দোয়া চাওয়ার পর আপনার কাছে ফোন দিয়ে জানাই, ভাই আমি আপনার জন্য দোয়া করেছি! একজনের জন্য দোয়া করা মানেও কিন্তু, তার পাশে দাঁড়ানো।

আসলে কি বলবো, আমাদের সমাজ ব্যবস্থা এখন এভাবেই চলছে, অভ্যস্ত হয়ে গেছে! কিন্তু আমরা এটা চাই না, আমি চাই না। 

আসুন ভাই, মানুষকে মানুষ ভাবতে চেষ্টা করি। সম্মান দিতে শিখি, ভালোবাসতে শিখি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর