ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘হাসির উপাদান উধাও হয়ে গেছে, জনপ্রিয়তা পাচ্ছে ইডিয়ট শো’
ডা. গুলজার হোসাইন উজ্জ্বল
ডা. গুলজার হোসাইন উজ্জ্বল

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ এক ধরণের কর্মকাণ্ড, যা উদ্ভট ও অর্থহীন। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ‘ইডিয়ট শো’। 

কেউ হয়ত হাপুস হুপুস করে খাচ্ছে। শুধুই খাচ্ছে। আর কিছু না। হাজারে হাজারে লোক সেই দৃশ্য দেখছে। লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে, রাগের চিহ্ন দিচ্ছে, হা হা দিচ্ছে। মন্তব্য করছে। কেউ কেউ মন্তব্যে ভালবাসা জানাচ্ছে, কেউ ট্রল করছে, কেউ ঝেড়ে গালি দিচ্ছে। সব মিলিয়ে ধরা হচ্ছে একটি সংখ্যা। দেড় হাজার মন্তব্য, বা পঁচিশ হাজার রিয়েকশন।   সোশ্যাল মিডিয়ায় ইডিয়ট শোয়ের অভাব নেই।  কেউ গান করবার চেষ্টা করছে। কিন্তু গান ভয়ানক বেসুরো। সেটাও দেখছে লাখ লাখ মানুষ। অভিনয় করার চেষ্টা করছে কেউ। কিন্তু কিছুই হচ্ছে না। একটা হাসির খোরাক পেয়ে সবাই হাসির নামে উপহাস ছুড়ে দিচ্ছে। তাই সই।   হাসির উপাদান উধাও হয়ে গেছে। হাসির নাটক নেই, হাসির গান নেই। কিন্তু প্রচুর হাস্যকর গান, নাটক ও নাচ হচ্ছে।  যেটা ঠিক ঠাক হচ্ছে সেটা দেখছে না তেমন কেউ। কারণ সেটা নিয়ে সে হাসাহাসি করতে পারছে না। সুস্থ বিনোদনের চর্চা না থাকায় মানুষ আসলে ভুলে গেছে বিনোদন কি? এই হাসাহাসিটাই বিনোদন বলে ধরে নিয়েছে। আর হাসি নিন্দার খোরাক হয়েও যার রিয়েকশনের পাল্লা ভারি সে হয়ে যাচ্ছে সেলিব্রিটি।

সম্ভবত ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া জিনিসটা নতুন বলে মানুষের মধ্যে একটা দিশেহারা ভাব দেখা যাচ্ছে। ঠিক বুঝে উঠতে পারছে না ‘এই প্রচারযন্ত্র লইয়া আমি কি করিব?’

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর