ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুশীলতায় মোড়ানো বাহবা শুধুই খালি কলসের বাজনা
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

আবৃত্তি শিখতে যেয়ে কয়েকটি স্থায়ী ভাব থেকে স্থায়ী রসের উৎপত্তি সম্পর্কে জানা হয়েছিল, যেমন শম ভাব থেকে শান্ত রস, উৎসাহ ভাব থেকে বীর রস, ক্রোধ ভাব থেকে রুদ্র রস, রতি ভাব থেকে শৃঙ্গার রস......তো এই শৃঙ্গার রসের প্রকাশ কণ্ঠে আনার চেষ্টা কদাচিৎ যে আমরা করতাম সেটি আবৃত্তি তথা স্ক্রিপ্টের প্রয়োজনে! এখন নিতান্তই প্রয়োজন ছাড়া মানুষের সামনে আমি সেই মাদকতা কণ্ঠে নিয়ে আসলে মানুষ আমাকে নিয়ে কথা বলতেই পারেন! এখন "মানুষ, সমাজ এসব আবার কি আমার জীবন আমারই" এরূপ মতাদর্শে বিশ্বাসীগণও দিনশেষে মানুষ নিয়েই এই সমাজে চলেন।

শৃঙ্গার রসের প্রকাশ অযথাই একক মহিমায় উপস্থাপন করে বাহবা কুড়িয়ে নেয়া ব্যক্তি যাদের বাহবা পান, মজার বিষয় হলো সেই বাহবা প্রদানকারীগণ নিজ ঘরের ছেলে, মেয়েদের অনুরূপ উপস্থাপনে বিশাল নারাজ হয়ে যান! 

এ তোমার কেমন বাহবা হে বৎস! নিজ ঘরের ক্ষেত্রে যার যার জীবন তার তার হয় না কেন? 

সুশীলতায় মোড়ানো বাহবা যে শুধুই খালি কলসের বাজনা, এ যদি জানিতে, বুঝিতে তবে থাকিতো না কান্না! 

(সমাজে নিজ জীবন যাপনের কোনো সেট স্ট্যান্ডার্ড থাকা না থাকা নিয়ে নিজস্ব কোনো বলা নেই, বলাটা হলো চারিত্রিক দ্বিচারিতা নিয়ে)

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর