ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘কেন আমাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে?’
রিয়াজুল হক
রিয়াজুল হক

প্রথম- এনামুল হক এবং দ্বিতীয়- বাবর আজম রাতে খেতে বসেছি। ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। হঠাৎ ছোট ভাই জহির বললো, ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিল আমাদের এনামুল হক। আর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিল পাকিস্তানের বাবর আজম। কথাটা শোনার পর অবাক হওয়া ছাড়া উপায় নাই। কারণ এখন এই দুই ব্যাটারের পারফরমেন্সের মধ্যে যোজন যোজন ফারাক। যাই হোক, খাওয়া শেষ করে ইএসপিএন ক্রিকইনফোর ডেটা দেখলাম। ২০১২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এনামুল হক ৬ ম্যাচে করেছিল ৩৬৫ রান। বাবর আজম সমান সংখ্যক ম্যাচ খেলে করেছিল ২৮৭ রান। পার্থক্য কিন্তু কম ছিল না। তালিকায় চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার ছিলো দক্ষিণ আফ্রিকার বর্তমান উইকেট রক্ষক কুইন্টিন ডি কক ( ৬ ম্যাচে ২৮৪ রান), যিনি জাতীয় দল কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে অসাধারণ খেলে চলেছেন। একই তালিকায় ৭ম স্থানে আমাদের লিটন দাস ছিলেন, যিনি ৬ ম্যাচে ২৬২ রান করেছিলেন। এক কথায়, অসাধারণ পারফরম্যান্স ছিল। অথচ এখন কি অবস্থা! অন্য দেশের ব্যাটাররা যেখানে ধীরে ধীরে উন্নতি করছে, আমরা সেখানে ক্রমেই অবনতির পথে চলেছি।  কেন আমাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে?

লেখক: যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর