ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

যখনই তরুণদের মৃত্যু সংবাদ শুনি অন্তর কেঁপে উঠে
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

যখনই অল্প বয়সী তরুণদের মৃত্যু সংবাদ শুনি, অন্তর কেঁপে উঠে। পরমুহূর্তেই ধারণা করি হয়তো এই মৃত্যু কোনো একটি বিশেষ যানবাহন দুর্ঘটনায় ঘটেছে। কারণ বের করতে যেয়ে যখন মন্তব্যের ঘরে যাই, বিস্ময়ের সাথে মিলিয়ে দেখি প্রায় অধিকাংশ (নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ থেকে) মৃত্যুই বাইক দুর্ঘটনা সংক্রান্ত!

জানি মৃত্যুর উপর আমাদের কারো কোনো নিয়ন্ত্রণ নেই তথাপি সতর্ক তো থাকাই যায়! বলছি না সবসময় ভুলটি তরুণ বাইকারদের, অপর পাশের বেপরোয়া আচরণের কারণেও সেটি ঘটে কখনো কখনো! তারপরও যেই বিষয়টি অভিভাবকদের মাথায় রাখা উচিত সেটি হলো, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই সন্তানের হাতে বাইকের চাবি দেয়া থেকে বিরত থাকুন। 

আপনার সন্তান পরিণত হওয়ার আগে পর্যন্ত তার লাগাম নিজের কাছেই রাখুন। এ ধরণের মৃত্যু কষ্ট দেয়। মহান রাব্বুল আলামিন সকলের মঙ্গল করুন।

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর