ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘এই প্র্যাকটিসটা অন্য কোথাও আছে কিনা?’
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

আমাদের মতো আর কোনো দেশে কি দলে দলে ছেলেমেয়েরা কোনো বিশেষ গীতিকার/সুরকারের গান শেখে, তারপর সারাজীবন ধরে ঐ গানই গায়? বলতেছি রবীন্দ্র সংগীত আর নজরুল গীতির কথা। মানে অন্য দেশে নাই বলে আমাদের দেশে হতে পারবে না- সেটা বলতেছি না।

জানতে চাচ্ছি, এই প্র্যাকটিসটা অন্য কোথাও আছে কিনা? যদি অন্য কোথাও না থাকে তাহলে কেনো নাই? আমাদের এখানে থাকলে কেনো আছে? বোঝার চেষ্টা করতেছি!

(ফেসবুক থেকে সংগৃহীত)



এই পাতার আরো খবর