ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সমাজে চারিত্রিক ব্যবচ্ছেদ বারবার নারীদেরই বেশি হয়
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

ঠিক ওরকম একটি জায়গায় থেকে যদি কোনো অভিনেত্রী এমন ঘটনা বারংবার ঘটাতেন; জাস্ট তার পরিণতি চিন্তা করেন! এমনিতেও আমাদের সমাজে চারিত্রিক ব্যবচ্ছেদ বারবার নারীদেরই বেশি হয়।

মজার বিষয় হলো, বিনোদনের সাথে সম্পর্কিত অনেকেই অনেক কিছু জেনেও এসব বিষয়ে কখনোই তথ্য শেয়ার করেন না! এক্ষেত্রে তারা অভিনেতা বা অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণের যে তাগিদ অনুভব করেন ও নিজেদের মাঝে যে বিরল ঐক্য দেখান সেটি এক কথায় অতুলনীয়

এরুপ ঐক্য পজিটিভ কর্মকাণ্ডে বেশি বেশি থাকলে তারা নিজ নিজ অবস্থানে থেকে দারুণ কিছু উপস্থাপন করতে পারতেন! সকলের মঙ্গল হোক....

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর