ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অচিহ্নিত শত্রু-মিত্র!
আবুল হাসনাত মিল্টন
আবুল হাসনাত মিল্টন

বাংলাদেশের কত বিদেশি ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ আজো অচিহ্নিত রয়ে গেছে। আমরা তাদের খুঁজে বের করবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করিনি। 

আবার দেশের কিংবা প্রবাসের কত শত্রু-পাকিস্তানের দালাল মুক্তিযুদ্ধ শেষে বন্ধু বেশে বাংলাদেশের সাথে মিশে গেছে। হিসাব মেলাতে পারি না। এদের অনেকেই বঙ্গবন্ধু হত্যার বৃহৎ ক্যানভাসে নানানভাবে জড়িত ছিলো। স্বাধীন বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে আসীন থেকে এরা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করেছে। এদের অধিকাংশই আজ প্রয়াত হলেও দুয়েকজন জীবিত আছে। তবে তাদের বংশধরেরা আজও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দেশবিরোধী ভূমিকায় সক্রিয় রয়েছে। আমরা তাদের ব্যাপারেও চরম উদাসীন।

দুঃখজনক হলেও সত্য যে, মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের বাইরে খুব কমই গবেষণা হয়েছে। যে কারণে দেশের বাইরে মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক ইতিহাস আমরা হারিয়ে ফেলেছি। তবে উদ্যোগ নিলে এখনো অনেককিছু করা সম্ভব।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কি ব্যাপারটা গুরুত্বের সাথে ভেবে দেখবেন?

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর