ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমার মন ভীষণ খারাপ হয়েছিল এই ধরনের ঘটনায়!
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

মানুষের অসাধারণ লেখার ক্ষমতা আমাকে মুগ্ধ করে! যাদের লেখার হাত ভালো তাঁদের আমি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা করি। এই মুগ্ধতা রাখতে রাখতে কখনো এমনও হয়েছে যে, আমি যার গুণমুগ্ধ তিনি নিজের লেখার পাশাপাশি অন্যের লেখাও নিজের বলে চালিয়ে দেন!

তারপর যে মানুষের লেখার প্রতি আমার এই অশেষ মুগ্ধতা সেটি যে কোথায় যেয়ে পৌঁছায়! 

আমি এরকম দুই একজনের চৌর্যবৃত্তি হাতেনাতে ধরিয়ে দেয়ার পর তারা দুঃখ প্রকাশ করেছেন! চুরি হওয়া লেখা যদিও অন্য লেখকের তথাপি আমার মন ভীষণ খারাপ হয়েছিল এই ধরনের ঘটনায়! তাদের অনুরোধেই বন্ধু তালিকায় এখনো রেখেছি কিন্তু তাদের নতুন কোনো লেখা পড়লে এখনো মনে হয় এটা কোথাও থেকে তসরুপ করে নেয়া! 

নিজের লেখার এত দারুণ ক্ষমতার পরও কে যে আপনাদের বুদ্ধি দিয়েছে অন্যের লেখা চুরি করতে আপনারাই জানেন।

এখন তো সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে আগের লেখা আবার সেভাবেই দখলে নেয়া নাতো?

ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর