ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এই অংশের জনবল রমজানেও নিজ অস্থিরতার লাগাম টানে না!
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

আমাদের মানসিক স্থিরতা এমনিতেই কম ছিল! সামাজিক মাধ্যমের কল্যাণে তা এখন বহুগুণে বেড়ে গিয়ে বিধ্বংসী আকার ধারণ করেছে....

এই অংশের জনবল পবিত্র মাহে রমজানেও নিজ অস্থিরতার লাগাম টানে না! এখানে আমাদের ইবাদত যতটা নামাজ, রোজা নির্ভর তার সিকিভাগও কৃতকর্ম নির্ভর নয়, অথচ এর হিসেব কিন্তু আরও গুরুত্বপূর্ণ!

মুখোশধারীর মুখোশ এখানে দিনের পর দিন আরও শক্তিশালী হয়ে উঠে! সময়ে প্রস্ফুটিত হয়ে উঠা সুন্দর মুখের পেছনের কুৎসিত আবরণ আমরা ভুলে যাই শিগগিরই ! কারণ একটি সমাজের চারপাশে নৈতিক অবক্ষয় যখন অনেকের ধর্ম হয়ে যায় তখন অনৈতিকতা এখানে স্বাভাবিকতা বলেই বিবেচিত হয়! গোল্ড ফিশের ন্যায় স্মৃতি নিয়ে আমরা তাই মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলতে বিন্দু পরিমাণ দ্বিধান্বিত হই না!

'সত্যের জয় হয়' এসব বিষয় আমার কাছে এখন অলীক প্রত্যাশা মনে হয়! মানুষ মঙ্গলকামী হোক....

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর