ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ভালোবাসা থাইকা বিচ্ছেদ সুন্দর’
জাহারা মিতু

তোমারে পায়া গেলে হয়তো কয়দিন পর

তোমারে আর নতুন কইরা পাইবার মন চাইবো না। 

তুমি আমার কাছে হইবা  সকাল বেলার আটার রুটির নাহাল।  খসখসা, বেরসিক, সাথে বাসি তরকারির ঝোল। 

তোমার চুলের গন্ধ আমারে আর টানবো না,  শাড়ির আঁচলে মুখ মুছবার বায়না ধরমু না,  রাতের বেলায় মনে চাইবো না তোমার হাতের কাঁচের চুড়িগুলান আদর কইরা ভাঙ্গি। 

তোমারে পায়া গেলে আমারে আর প্রেমের কবিতা টানবো না,  নতুন কোনো গান শুইনা তোমারে পাইতে ইচ্ছা করবো না,  বেলী ফুলের মালা কেনার টাকা পকেটে আছে কিনা খোঁজ নেওনের দরকার পরবো না। 

হিসাব কইরা দেখলাম, তোমারে পাওয়ার চাইতে না পাওয়াই মনে হয় মঙ্গল।  তোমারে পায়া গেলে,  জগতের কিছুই আর আমার অপাওনা থাকবো না।  তোমারে পায়া গেলে,  আর তোমারেই আমার দরকার পরবো না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর