ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বালাচাও’কে চিংড়ির চানাচুর নাম দিচ্ছেন!
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

অনলাইনে যারা পণ্য বেচাকেনা করেন, তাঁরা সবাই ফল, ফলাদি, হানি নাটস ও লাঞ্চ ক্যামেরার সামনে এসেই খান কেন? 

এতে কি পণ্যের প্রচার বেশি হয় নাকি দাম বেশি পাওয়া যায়? ইদানীং কিছু ভাই দেখছি বালাচাও কে চিংড়ির চানাচুর নাম দিচ্ছেন! প্রচারণার এই অসাধারণ ও অভিনব কৌশল দেখে আমি টাস্কিত। 

খাওয়া দাওয়া পর্যন্ত দেখাচ্ছেন ভালো কথা, আর বেশি আগাবেন না প্লিজ!

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর