ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গার্বেজের মত একটা বিশাল শ্রেণির আগমন ঘটেছে
ইফতেখায়রুল ইসলাম
ইফতেখায়রুল ইসলাম

গার্বেজের মত একটা বিশাল শ্রেণির আগমন ঘটেছে এরা সর্বদাই হাসে! (অনেকে ইনিয়ে বিনিয়ে তাদের হাসির কারণ যে যৌক্তিক সেটা বুঝানোর তীব্র চেষ্টা চালায়) এরা কারণে, অকারণে সবসময় হাসে। এরা মানুষের মৃত্যুতে হাসে এবং একইসাথে আলহামদুলিল্লাহও পড়ে!

ক্লাস ফাইভের বাচ্চাদের সমাপণী অনুষ্ঠানে স্যার, ম্যাডামদের নিয়ে গাওয়া অতি আবেগীয় গানের কথা ও কান্না নিয়ে এই বস্তাপচা মস্তিষ্কের অধিকারীদের হাসির জোয়ার লেগে যায়! গ্রামের স্কুলের বাচ্চাদের জন্য দীর্ঘ ৫ বছর লেখাপড়া করা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকারা যে মা-বাবার চেয়ে কোনো অংশে কম নয় সেটি বুঝবার প্রাথমিক জ্ঞান থেকেও এরা যোজন যোজন দূরে।

এই অথর্বগুলো পুরো বিষয় কখনোই জানার চেষ্টা করে না, খালি হাসে। মানুষের মৃত্যুতে এদের সুখানুভূতি দেখলে মনে হয় এদের পরিবার আচরণগত শিক্ষার পাঠটুকু দিতে ভুলে গেছে। এই অসভ্য, অপদার্থগুলোই নতুন কিছু দেখলে না না করে থামিয়ে দিতে চায়! জানার চেষ্টাই করে না বিষয় কি শুধু হাসতে চায়! উইশ, এদের অসুস্থ হাস্যরসের মানসিকতাকে রপ্তানি করা যেত..!

লেখক : এডিসি, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর