ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সৌরজগতে ‘নবম’ গ্রহের সন্ধান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

সৌরজগতে আরও একটি  গ্রহের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আঁধারে থাকা ও বরফে আচ্ছাদিত এই গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘প্লানেট নাইন’ বা নবম গ্রহ।

বুধবার এক ঘোষণায় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল মহাকাশ বিজ্ঞানী নতুন এ গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেন।

অ্যাস্ট্রনমিক্যাল জার্নালে গবেষকদের একটি গবেষণা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এতে দাবি করা হয়েছে, নতুন আবিষ্কৃত গ্রহটি পৃথিবী থেকে ৫ থেকে ১০ গুণ বড়। তবে প্রতিবেদনের লেখক মহাকাশ বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও কন্সটানটিন ব্যাটিগিন বলেছেন, তারা সরাসরি এখনও গ্রহটি দেখেননি।

বিজ্ঞানীরা বলছেন, যদি প্লানেট নাইন’র অস্তিত্ব সত্যিই থেকে থাকে, তাহলে এটা খুবই বড়। পৃথিবীর চেয়ে এর ব্যাস দ্বিগুণ থেকে চারগুণ বেশি হতে পারে। আর সৌরজগতে পঞ্চম বৃহত্তম গ্রহের মর্যাদা পাবে এটি। আকার-আকৃতিতে এর থেকে এগিয়ে থাকবে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

বিজ্ঞানীরা আরও বলছেন, সূর্য থেকে দূরত্ব খুব বেশি হওয়ার কারণেই হয়তো গ্রহটিতে আলো পৌঁছায় খুবই কম। ফলে একে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। এমনকি খুব শক্তিশালী টেলিস্কোপেও এটি ধরা পড়বে কি না, সন্দেহ আছে।

বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর