ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টাইটানিকডুবি, মৃত্যুর মুখ থেকে ফেরা এক চ্যাম্পিয়ন...
অনলাইন ডেস্ক

'টাইটানিক' মুভির শেষ দৃশ্যটা ছিল এরকম নায়ক জ্যাক একটা কাঠের ওপর নায়িকা রোজকে রেখে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। প্রাণে বেঁচেছিলেন রোজ। বাস্তবের একটা ঘটনায় আসা যাক। ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে টাইটানিকডুবির রাতে একজন মানুষ তীব্র ঠাণ্ডায় ভাসছিলেন। উদ্ধারকারী দল একেবারে শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে। নাম তার আর নরিস উইলিয়ামস। 

সেদিনে জাহাডুবি পরবর্তী সময়ে বরফগলা আটলান্টিকের পানিতে অনেকটা সময় ভেসে থাকায় নরিসের পায়ের বোধশক্তি হারিয়ে যায়। পা দুটো কেটে বাদ দিতে হবে বলে জানান ডাক্তাররা। কিন্তু নরিস রাজি হননি। বলেছিলেন, আমি ঠিক ফিরে আসবো।

ধীরে ধীরে নিজেকে তৈরি করতে শুরু করেন তিনি। একদিন তাকে দেখা গেল যুক্তরাষ্ট্র টেনিস ওপেন বা ইউ ওপেনে। আর চ্যাম্পিয়নও তিনিই হন। 

নরিস বলেছিলেন, ''টাইটানিকের সেই দুর্ঘটনায়স্রষ্টা আমায় বাঁচিয়ে দিয়েছিলেন। নিশ্চয়ই তার কোনো কারণ ছিল। তাই আমি কারণটা খুঁজে বের করে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খুঁজে পেলাম।''

দুইবার ইউএসওপেন চ্যাম্পিয়ন, উইম্বলডন সেমিফাইনালিস্ট হন নরিস। ১৯৬৮ সালে তার মৃত্যু হয়। মারা যাওয়ার সময় নাকি তিনি বলেছিলেন, ''আমায় আর বাঁচিও না।''   

 

বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা



এই পাতার আরো খবর