ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্লেনকে টেক্কা দেবে আগামী প্রজন্মের ট্রেন!
অনলাইন ডেস্ক

বিমানের চেয়ে দ্রুতগতির ট্রেন। এই ট্রেনে চড়লে মনে হবে প্লেনে বসে আছেন। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছানো যাবে ঘড়ির কাটা বদলের সঙ্গে সঙ্গেই। আগামী প্রজন্মের ট্রেন এমনটাই হবে। ঘণ্টায় ৬০০ কিলোমিটার হবে এর গতি। জাপানের ম্যাগলেভ ট্রেন যা ৩৭৩ মাইল বেগে ছুটবে। আপাতত পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে সাধারণ মানুষের এই ট্রেনে সফর করতে পারবেন ২০২৭ সাল নাগাদ। এই ট্রেনে ৩০ কিলোমিটার যেতে সময় লাগবে ৮ মিনিট। 

চীনেও ম্যাগনেটিক লেভিটেশন প্রযু্ক্তিকে ব্যবহার করে এই ধরনের ট্রেন চলাচল হচ্ছে। আর ফ্রান্সের সবচে' দ্রুতগতির ট্রেন চলে ৫৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 

 

বিডি-প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৬/ আফরোজ



এই পাতার আরো খবর