ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মঙ্গলগ্রহে মানুষের বসতি গড়বে আমিরাত (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক

সমুদ্রের বুকে কৃত্রিম দ্বীপ তৈরির পর এবার মঙ্গলগ্রহে বসতি গড়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। সুদূরপ্রসারী এ পরিকল্পনা বাস্তবায়িত হলে মঙ্গলগ্রহে ছয় লাখ মানুষের বসবাসের উপযোগী একটি স্বয়ংস্বম্পূর্ণ শহর তৈরি হবে। তবে এ প্রকল্প এখনই বাস্তবায়িত হচ্ছে না।

ঘোষণা অনুযায়ী, ২১৭৭ সালে মধ্যে মঙ্গলগ্রহে শহর তৈরি করবে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলগ্রহে প্রথম শহর গড়ে তোলার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম 'মঙ্গল ২১১৭ প্রকল্প'র ঘোষণাও করে দিয়েছেন।

তিনি বলেছেন, 'ভিনগ্রহে অবতরণে মানুষের স্বপ্ন দীর্ঘদিনের। আমাদের লক্ষ্য এই স্বপ্নের বাস্তবায়ন করা। বিজ্ঞান এবং মানব সভ্যতাকে ভিনগ্রহে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। '‌

আরব আমিরাত সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য মঙ্গলে একটি ছোট শহর প্রতিষ্ঠা করা। এছাড়া মঙ্গল ২১১৭ প্রকল্পের উদ্দেশ্য গবেষণার কাজকে ত্বরান্বিত ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থা গড়তে একদল বিজ্ঞানীকে প্রস্তুত করা। '

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন


এই পাতার আরো খবর