ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মঙ্গলে পরমাণু বোমা ফেলানোর পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

মঙ্গলকে মানুষের বাসযোগ্য করে তুলতে প্রয়োজন আরো দুইটি সূর্যের। সুতরাং সূর্য তৈরি করতে মঙ্গলের আকাশে দুইটি পরমাণু বোমা ফেলানোর পরিকল্পনা নিয়েছেন মার্কিন গবেষক ইলন মাস্ক। যা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলে উঠবে। আর তাতেই তৈরি হবে আস্ত দুটো সূর্য।

সোলার সিটির এক অনুষ্ঠানে এসে একথা জানিয়েছেন ইলন মাস্ক। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত কার সত্যিই কঠিন বলে মনে করছেন তিনি। বর্তমানে লালগ্রহ অতিরিক্ত ঠাণ্ডা হওয়ায় তা মানুষের বসবাসের অযোগ্য। গ্রিনহাউস গ্যাস দিয়ে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটাই যথেষ্ট নয় বলেই মনে করেন মাস্ক। আর এই পদ্ধতি যদি চলতেই থাকে তবেই আরও বেশি করে মঙ্গল অভিযান সফল হবে বলে মনে করছেন তিনি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর