ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এবার পানে মিলবে সোনার পরত!
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

সম্প্রতি দিল্লির কনট প্লেসের ইয়ামু পঞ্চায়েত নামের এক নারী পান বিক্রেতার বিশেষ পান তৈরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। বিখ্যাত এই পান খেতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কারণ এই পানে মেশানো থাকে 'সোনা।' তাই একটি পানের মূল্য ৭০০ টাকা। 

ইয়ামু পঞ্চায়েত জানান, 'বিশেষ এই সোনার পানে ব্যবহৃত সব উপাদনই স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খেলে আপনি যেমন মিষ্টি স্বাদ উপভোগ করবেন; ঠিক তেমনি শরীরও এর উপকারিতা টের পাবে।' সোনার পরত দেওয়া ছাড়াও চকোলেট পান, স্ট্রবেরি পানসহ নানা ফ্লেভারের পানও তৈরি করেন তিনি।

সোনার এই মিষ্টি পান তৈরিতে ব্যবহার করা হয়- চুন, নারকেল, মৌরি, গোলাপের পাপড়ির চাটনি, এলাচ, দারুচিনি, চেরি ফল, খেজুর এবং মিষ্টি চাটনি। এরপর একটা সোনার পরত দেওয়া হয় পানের গায়ে।

পান বানানো শেষ হলে কয়েকটি চেরি ফল দিয়ে সাজানো হয় পানটি। এর মূল্য ৬০০ রুপি অর্থাৎ ৬৮৭ টাকা। প্রায় ৭০০ টাকার বিনিময়ে আপনি এই অভিনব পানের স্বাধ নিতে পারবেন।

এছাড়াও মৌসুম অনুযায়ী, আমের পানও তৈরি করছেন তিনি। ভবিষ্যতে আরও বিভিন্ন উপকরণ দিয়ে পান তৈরি করতে চান ইয়ামু পঞ্চায়েত।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর