ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গ্রামীন সড়কজুড়ে সারি সারি পাটখড়ি
নীলফামারী প্রতিনিধি

গ্রামীন সড়কের চারপাশ জুড়ে সারি সারি সাজানো পাটখড়ি। নীলফামারীর বিস্তৃত এলাকা ঢাকা পড়েছে পাটখড়িতে। পাটখড়ির দাম পেয়ে খুশি কৃষকেরা। পাট আবাদ করে কৃষকেরা দুইভাবে লাভবান হচ্ছেন। একদিকে বেশি দামে পাট বাজারে বিক্রি হচ্ছে এবং অপরদিকে পাটখড়িরও  চাহিদা থাকায় বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। গ্রামের পাশাপাশি শহরেও রয়েছে এর ব্যাপক চাহিদা।

চাঁদের হাট গ্রামের কৃষক আব্দুল মতিন বলেন, ফরিয়ারা গ্রাম থেকে কম দামে পাটখড়ি কিনে নিয়ে শহরে তা বেশি দামে বিক্রি করছেন। যা প্রতিমণে বিক্রি হবে গড়ে সাড়ে ৪’শ থেকে ৫০০ টাকা।

নীলফামারী জেলায় এবার দেশি ও তোষা জাতের পাটের চাষ হয়েছে। জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮হাজার ৩০০হেক্টর জমিতে। প্রতিমণ তোষা পাট বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকায়।

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের কৃষক আব্দুর রউপ বলেন, পাট ধোয়ার পর চাষিরা নিজের প্রয়োজন মত পাটখড়ি বাড়ি নিয়ে যান। অনেকে আবার পাটখড়ি দিয়ে বেড়া দেন। তাছাড়া কিছু পরিমাণ রান্নায় জ্বালানী হিসেবে ব্যবহার হয়।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর