ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাঙামাটিতে বহুরঙা উড়ন্ত কাঠ বিড়াল উদ্ধার
ফাতেমা জান্নাত মুমু, রাঙামটি

রাঙামাটির পাহাড়ে মিলেছে বহুরঙা উড়ন্ত কাঠ বিড়াল। বিরল প্রজাতির এ উড়ন্ত কাঠ বিড়ালগুলো দেখতে ধুসরাভ বাদামি। চ্যাপ্টা লেজ। কালচে বাদামি পা। অপ্রাপ্তবয়স্ক কাঠবিড়ালি, তাই পিঠ কালো ও দেহতল সাদা। 

তথ্য সূত্রে জানা গেছে, সাধারণত বহুরঙা এ উড়ন্ত কাঠ বিড়াল বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনামে পাওয়া যায়। কিন্তু হঠাৎ রাঙামাটির পাহাড়ে বহুরঙা উড়ন্ত কাঠ বিড়ালের ধরা পরে অবাক স্থানীয়রা।

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ৭নং টিলার পাশে আজ শনিবার সকাল ১০টায় একটি বনের ঝোঁপে কাঠাল গাছে পাওয়া যায় এ কাঠ বিড়ালের বাচ্চা। এসময় তা নজরে আসে স্থানীয় মো. মাহফুজুর রহমানের ছেলে মো. সরোয়ার (১৬)। পরে স্থানীয় এলাকাবাসি খবর দেয় বন বিভাগে। 

রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান বলেন, স্থানীয় বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজের কাছে চারটি বহুরঙা উড়ন্ত কাঠ বিড়ালগুলো হস্তান্তর করেন। পরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে প্রাণীগুলোকে অবমুক্ত করা হয়। 

স্থানীয় বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, পাহাড়ে এ প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর বনে জঙ্গলে দেখা পাওয়া যায় না। এটি বিরল প্রজাতির উড়ন্ত কাঠ বিড়াল। মানুষের বসতির কারণে এখন প্রায় বন বিপন্ন। তাই প্রাণীগুলো লোকালয়ে চলে এসেছে। এসব বহুরঙা কাঠ বিড়াল সাধারণত গভীর বন জঙ্গলে থাকে। যার যার অবস্থান থেকে আমরা প্রাণী রক্ষার দায়িত্ব পালন করলে পাহাড় কখনো প্রাণীহীন হবেনা।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর