ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দ্বাদশ শতকে রচিত ফরাসি মহাকাব্যের খণ্ডিত অংশ উদ্ধার
অনলাইন ডেস্ক

দ্বাদশ শতকে রচিত একটি ফরাসি মহাকাব্যের হারিয়ে যাওয়া অংশ উদ্ধার করেছেন এক গবেষক। ব্রিটেনের অক্সফোর্ড লাইব্রেরির একটি বইয়ের বাইন্ডিং থেকে কবিতার হারানো অংশটুকু উদ্ধার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের তামারা এটকিন বইয়ের পুনব্যবহার নিয়ে নিয়ে গবেষণা করতে গিয়ে এক বইয়ে কাভারে Siege d'Orange কবিতাটির হারিয়ে যাওয়ার অংশটুকুর সন্ধান পান। বইটি প্রকাশিত হয়েছিল ১৫২৮ সালে। 

কবিতাতে siege of Orange নামের একটি শহরের কথা বলা হয়েছে। এছাড়াও আছে Guillaume d'Orange নামের এক মহানায়কের কথা। এ মহানায়ককে নিয়ে ফরাসি সাহিত্যে বহু কবিতা রচিত হয়েছে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর