ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোহনীয় রূপে নীলাদ্রি
সাইফুল ইসলাম বেগ

চারদিকে ছোট-বড় টিলা। মধ্যখানে গাঢ় নীল জলের দিঘি। দিঘির তিন ধারেই মেঠোপথ। অন্যপাশে মাথা উঁচিয়ে আছে আকাশছোঁয়া বিশাল পাহাড়। পুরো এলাকা জুড়ে অবারিত সবুজের সমারোহ আর নীলের মিশ্রণে তৈরি হয়েছে এক নৈসর্গিক সৌন্দর্যের। দিঘির টলমল জল, ছায়া সুনিবিড় পরিবেশে প্রকৃতি যেন ঝলমল করছে প্রতিনিয়ত। মনোমুগ্ধকর পর্যটনস্পট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ‘নীলাদ্রি লেক’র এমন মোহনীয় রূপ মুহূর্তেই দোলা দিবে যে কারোর মনে। স্বর্গীয় সৌন্দর্যে ভরা এ লেক বাংলাদেশের বুকে এক টুকরো ‘কাশ্মীর’। বেশ কয়েক বছর ধরে ভ্রমণপিয়াসীদের পছন্দের তালিকার শীর্ষে স্থান নিয়েছে এ লেক। শহীদ মুক্তিযোদ্ধা বীর বিক্রম সিরাজুল ইসলামের নামে এর নামকরণ করা হয় ‘শহীদ সিরাজ লেক’। সীমান্ত ঘেঁষা নীলাদ্্ির লেকের একপাশে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় পাহাড়। অন্য পাশে ছোট-বড় সবুজাভ টিলা। পাহাড়-টিলা ঘেরা স্থানের মধ্যখানে স্বচ্ছ জলের লেক। লেকের পাড়ে ছায়াবৃক্ষ গাছের সারি। পাড়ে পাড়ে বিশ্রামের পৃথক বৈঠকখানা। উপর থেকে সৌন্দর্য উপভোগ করতে, পর্যটকদের জন্য টিলার উপরেও আছে একাধিক ছাউনি। লেকের একপাশে রয়েছে, পুরনো দিনের টেকেরঘাট চুনাপাথর খনির পরিত্যক্ত স্থাপনা, যানবাহন ও মেশিনারি যন্ত্রাংশ।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর