ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অন্যরকম বনসাই বাগান
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা নগরীর শুভপুর এলাকার একটি বাড়ির ছাদে অন্যরকম বনসাই বাগানের দেখা মিলেছে। সেখানে গাছকে বিভিন্ন অবয়ব দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে চায়না বট, কুশি বট, পাকুড়, কৃষ্ণ চন্দন, বোগেনবেলিয়া, বাঁশ, কাঁঠালি বট, লুব্বা বট, কালি বট, মেহগনি, খেজুর, লিমন এলাচি ও কমলা গাছ। যেকোনো দর্শনার্থী বাগানে ঘুরতে গিয়ে ভাবনার অতলে হারিয়ে যাবেন। বাগানের প্রতিষ্ঠাতা হাসান ফিরোজ বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক। তিনি লিখেছেন কবিতা উপন্যাস মিলিয়ে ২০টি বই। বনসাই নিয়েও ‘বনসাই নির্মাণ’ নামে তার বই রয়েছে । তিনি ৩৫ বছর ধরে গাছ দিয়েই লিখছেন শৈল্পিক কবিতা। ৫০ প্রজাতির প্রায় ৩০০টি বনসাই গাছ তৈরি করেছেন। সন্তানের মতো তিনি এগুলো লালন পালন করছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, দোতলা বাড়ি। বাড়ির পুরো ছাদ জুড়ে বনসাই। মধ্যে ছাউনি দেওয়া কক্ষ। এর মধ্যে জৈব সার, মাটি ও নানা যন্ত্রপাতি। হাসান ফিরোজ তার দিয়ে বেঁধে গাছকে বিভিন্ন আদল দিচ্ছেন। কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাইম বলেন, বনসাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়ায়। দেশে দিন দিন বনসাইয়ের চাহিদা বাড়ছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর