ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাতীয় যুব দিবস আজ
অনলাইন ডেস্ক

জাতীয় যুব দিবস আজ। ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- প্রতিদপাদ্যে মঙ্গলবার (১ নভেম্বর) সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয়জন যুবসংগঠক অর্থাৎ মোট ২১ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান করা হবে।

দিবসটি উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন জানান, প্রতিবছরের মতো এ বছরও আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুবদিবস উদযাপন করছি।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের শুরু থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৬৭ লাখ ৬৫ হাজার ৪৯ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত যুবকদের মধ্যে ২৩ লাখ ৩২ হাজার ৪৪১ জন যুব আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। চলতি অর্থবছরে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯ জনকে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর