ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রমোদ তরী গঙ্গা বিলাসের যাত্রা শুরু
অনলাইন ডেস্ক

যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে আসাম পর্যন্ত চলবে বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল এই নৌবিহার।

গতকাল শুক্রবার ভার্চুয়ালি এ নৌবিহার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যাত্রাপথে ৩২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে এই গঙ্গা বিলাস। এই ৫১ দিনের যাত্রায় প্রত্যেক যাত্রীকে দিন প্রতি গুনতে হবে ২৫ থেকে ৫০ হাজার রুপি। সবমিলিয়ে যার পরিমাণ দাঁড়াবে ২০ লাখ রুপি।

১৮ স্যুইটের এই জাহাজটিতে ৩৬ জন পর্যটক একসাথে ভ্রমণ করতে পারবেন। আর ক্রু সদস্য থাকছেন ৪০ জন।  

বারাণসীর রবিদাস ঘাট থেকে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস। ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করবে সেই বিলাসবহুল প্রমোদতরী। পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের রাজধানী ঢাকাকে ছুঁয়ে যাবে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীতে চলবে 'গঙ্গা বিলাস'।

বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে যাত্রা শুরুর অষ্টম দিনে পাটনায় পৌঁছাবে 'গঙ্গা বিলাস'। ২০তম দিনে পৌঁছাবে কলকাতায়। সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবে। তারপর গুয়াহাটি ও শিবসাগর হয়ে ৫১ তম দিনে পৌঁছাবে ডিব্রুগড়ে। 

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর