ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‌‘চিকিৎসক এআই’ দিতে পারবে ক্যানসারের পূর্বাভাস?
অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে হইচই শেষ নেই। অনেক রকম কাজই হরহামেশাই অনায়াসে করে দিচ্ছে এআই। এআই ছবি আঁকে, কবিতা লেখে, গান গায়। অনেক ক্ষেত্রে দিচ্ছে পরামর্শ।

এবার চিকিৎসা ক্ষেত্রেও এআই বেশ পরিবর্তন আনবে বলেই প্রত্যাশা করছেন অনেকে। তারা মনে করছেন, মানুষের শরীরের নানা পরীক্ষা-নিরীক্ষা এবং রোগের ইতিহাস ঘেঁটে ক্যানসারের মতো জীবনঘাতী রোগের পূর্বাভাস দিতে পারবে এআই। আর সেটা করতে পারলে অনেক জীবন রক্ষা পেতে পারে এসব ঘাতক অসুখ থেকে।

যদিও এখনো এআই রোগ নির্ণয় কিংবা কারণ শনাক্তে খুব একটা পারদর্শিতা দেখাতে পারেনি। বিশেষ করে করোনার সময় এআই তার পারদর্শিতা দেখাতে পারেনি। 

তাই সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যখাতে ব্যবহারের জন্য উপযুক্ত এআই এখনো তৈরি করা যায়নি। ইতোপূর্বে যতোগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে তা খুব একটা আশানুরূপ ফল দিতে পারেনি।

তবে ভবিষ্যতে আরো উন্নত করে ক্যানসারের মতো রোগের পূর্বাভাস দেওয়ার ব্যাপারে চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশাবাদী।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর