ঢাকা, বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক সাথে প্রাইমারিতে ভর্তি হল ১৭ জোড়া যমজ শিশু!
অনলাইন ডেস্ক

একে চমকপ্রদ ঘটনাই বলা যায়। এমন দৃশ্যে চোখ জুড়াতে পারে যে কারো। একই সাথে প্রাইমারি স্কুলে ভর্তি হতে এসেছে ১৭ জোড়া যমজ শিশু। ঘটনাটি স্কটল্যান্ডের ইনভারক্লাইডের। ওই অঞ্চলটি এরই মাঝে ‘টুইনভারক্লাইড’ তকমা পেয়েছে। 

২০১৫ সালে এক সাথে ১৯ জোড়া যমজকে স্কুলে ভর্তি করে রেকর্ড গড়েছিল স্কটিশ এলাকাটি। ২০২৩ সালে ওই অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ যমজ এক সাথে স্কুলে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছে।  

এই ১৭ জোড়া যমজের মধ্যে ১৫ জোড়াই সম্প্রতি সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছিল ড্রেস রিহার্সেলের জন্য। 

সেন্ট প্যাট্রিক প্রাইমারি ও আর্ডগ্রোওয়ান প্রাইমারি স্কুল যৌথভাবে এই যমজ শিক্ষার্থীদের অধিকাংশকে স্বাগত জানিয়েছে। এরমধ্যে পি ওয়ান ক্লাসে ভর্তি হয়েছে তিন জোড়া করে যমজ।

২০১৩ সাল থেকে এ পর্যন্ত ইনভারক্লাইডের স্কুলগুলোতে ভর্তি হয়েছে ১৪৭ জোড়া যমজ।

সূত্র: মেট্রো

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর