ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রবারণা পূর্ণিমায় আকাশে উড়ে ১৫ ফুটের ফানুস
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রবারণা পূর্ণিমায় পটুয়াখালীর কলাপাড়ায় এ বছর সবচেয়ে বড় একটি ফানুস উড়িয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা। এটির উচ্চতা ১৫ ফুট ও প্রস্থ ছিল ৪ ফুট। এতে ৮০ পিছ কাগজ ব্যবহৃত হয়েছে। আর ফানুসটির গায়ে লেখা ছিলো ওয়েলকাম ইউএনও। 

উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়ার রাখাইন যুবক মংতেন, ওয়েনচো, মেচো প্রায় এক মাস ধরে এ ফানসুটি তৈরি করেছেন। প্রবারণা পূর্ণিমায় দ্বিতীয় দিন সোমবার রাতের আকাশে বাহারি ডিজাইনের তৈরি এ ফানুসটি আনুষ্ঠানিক ভাবে উড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। 

এ সময় কেন্দ্রীয় কৃষক লীগ ধর্ম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি কালচার সংঘ উপকূলীয় পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট নিউ নিউ খেইনসহ উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথি অপ্যায়ন ও রাখাইন তরুণীরা নৃত্য পরিবেশন করেন। তবে সব চেয়ে বড় এ ফানুস উড়ানো দেখার জন্য রাখাইন পল্লীর আশপাশে দুরদুরান্ত থেকে আসা উৎসুক লোকজন ভিড় করেন।

রাখাইন যুবক মেচো বলেন, শুধু মাত্র এই ফানুসটি তৈরি করা হয়েছে তা নয়, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তাদের পাড়া থেকে প্রায় ৫০ টি ফানুস উড়ানো হয়েছে। এর মধ্যে এটাই সব চেয়ে বড় ফানুস। 

অপর এক রাখাইন যুবক বলেন, প্রবারণা পূর্ণিমার এ উৎসব ঘিরে প্রতিবছরই বিভিন্ন রঙের কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের ফানুস তৈরি করা হয়। তবে এ বছর রাতের আকাশে উড়িয়েছি সব চেয়ে বড় ফানুস। প্রায় এক মাস আগে থেকেই ফানুস উড়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে তারা জানান।

বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি কালচার সংঘ উপকূলীয় পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় কৃষক লীগ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন বলেন, ফানুস উড়ানো এখন সার্বজনীন উৎসব। এতে সকল ধর্মের লোকজন আনন্দ পায়। প্রতি বছরই প্রবারণা পূর্ণিমায় রাতের আকাশে ফানুস উড়ানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাখাইনরা যাতে এ উৎসব ভালোভাবে পালন করতে পারে, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উপজেলার ২৪ টি রাখাইন মন্দিরে প্রবারণা উৎসব পালন করার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর