ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজীপুর সিটি নির্বাচন
সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু ভোট গ্রহণের পালা
শেখ সফিউদ্দিন জিন্নাহ, গাজীপুর থেকে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু ভোট গ্রহণের পালা। আজ সোমবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনী কাজের মালপত্র। ৪২৫টি কেন্দ্রে পাঠানো হচ্ছে আইন-শৃঙ্খলা বাহনীর সদস্য।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, ভোটের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুরো সিটি এলাকায় নেয়া হয়েছে নিরাপত্তা বলয়।

গাজীপুর সিটি নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন বলে জানান তিনি।

এদিকে ভোটের ঠিক আগের দিন প্রার্থীরা কোনো প্রচারণা না চালালেও কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সময় পার করছেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর