ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গাজীপুর সিটি নির্বাচনে ৬ কেন্দ্রে ইভিএম
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ৬ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে। 

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব না হলেও স্থানীয় নির্বাচনে এ প্রযুক্তির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। রংপুর ও খুলনার পর গাজীপুরে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে। 

ইসি জানিয়েছে, ৬টি কেন্দ্রে ইভিএম ও ৩টি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো ১৫৪, ১৫৫, ১৭৪, ১৭৫, ১৯১ ও ১৯২ নম্বর কেন্দ্র। 

ইসি জানিয়েছে, ভোটের আগের দিন সোমবার ৬ ভোটকেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে ভোটের আগের রাত ১২টা থেকে আজ ২৬ জুন মধ্যরাত পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত অন্য সব যানবাহন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে এই সময়ে সিটি করপোরেশন এলাকায় মালামাল পরিবহনও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া গত ২৩ জুন মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলেও নিষেধজ্ঞা জারি করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান



এই পাতার আরো খবর