ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গাজীপুর সিটি নির্বাচন
হাত পাখার বাতাস দিয়ে চাওয়া হচ্ছে ভোট!
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি নির্বাচনে আজ মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী নাসির উদ্দিনের প্রতীক হাতপাখা। ভোটারদের মন জয়ে মেয়র প্রার্থীর লোকজন ভোটারদের হাত পাখা দিয়ে বাতাস করছেন আর ভোট চাচ্ছেন।

গাজীপুর সিটিতে মেয়র পদে মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।

এর মধ্যে ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর