ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কোরবানির পশুর দাম নিয়ে নানা হিসাব-নিকাশ
রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
ফাইল ছবি

রংপুরে এ বছর কোরবানি পশুর দাম কেমন হতে পারে তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। খামারি ও গৃহস্থরা গত বছরের চেয়ে পশুর দাম বেশি হোক, আশা করছেন। তবে ক্রেতারা মনে করছেন এবার কোরবানি পশু চাহিদার চেয়ে বেশি রয়েছে, তাই দাম কিছুটা কমতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর জেলায় ছোট-বড় মিলিয়ে অর্ধশত গরুর হাট রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় রয়েছে বড় চারটি। জেলার বড় পশুর হাটগুলো হচ্ছে- লালবাগ, বুড়িরহাট, তারাগঞ্জ, পাগলাপীরহাট, বড়াইবাড়িহাট, চৌধুরানীর হাট, নজিরেরহাট, পাওটানাহাট, কান্দিরহাট, সৈয়দপুরহাট, দেউতি, মিঠাপুকুর, বৈরাতি, জায়গিরহাট, শঠিবাড়ী, বালুয়াহাট, মাদারগঞ্জহাট ও ভেন্ডাবাড়িহাট। ক্রেতাদের অনেকে আগেভাগে কিছুটা কম দামে কোরবানি পশু কিনতে চায়। অন্যদিকে পশু মালিকরা বেশি দাম পাওয়ার আশায় সারা বছর অপেক্ষা করছেন। তারা বলছেন, ঈদের আগে আরও অনেক হাটবার পাওয়া যাবে, সে সময় বেশি দামে বিক্রি করা যাবে। ঈদের আগে পশুর দাম কমে যেতে পারে এ শঙ্কাও করছেন কেউ কেউ। 

জেলার কাউনিয়া উপজেলার হারাগাছের মাহামুদুল হাসান, নগরীর রবাটসনগঞ্জ পাটবাড়ি এলাকার হজরত আলী, রবিউল ইসলামসহ কয়েকজন খামারি বলেন, পশুর ন্যায্য দাম পাবেন কি না এ নিয়ে চিন্তায় আছেন। গরুর দাম বেশি হবে না কমে যাবে তা বুঝতে পারছেন না তারা। একই অবস্থা ক্রেতাদের বেলায়ও। তাদের অনেকেই আগেভাগেই গরু কেনার আশা করেছিলেন। তবে এখন সেটা সম্ভব হচ্ছে না।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল হাই সরকার জানান, এ বিভাগে এবার চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে তা দেশের অন্যান্য স্থানে পাঠানো যাবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর