ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখানকার পাহাড়ের দেশি গরুর চাহিদা বেশি। এখান থেকে সমতল জেলায় দেশি গরু নিয়ে যাওয়ায় এখানে গরুর দাম কিছুটা বেশি। 

খাগড়াছড়ির বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, পাহাড়ের আনাচে কানাচের হাটগুলোতে গরুর ব্যাপক সমাগম ঘটেছে। বিক্রেতাগণ বলছে, পাহাড়ের দেশি জাতের ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি।

হাট-বাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জাল টাকা রোধে ব্যাংকগুলো পদক্ষেপ নিয়েছে। দেশি জাতের লাল রংয়ের গরুর চাহিদা সর্বাধিক। হাটগুলোতে ছোট গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকায়। মাঝারি গরু বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১ লাখ টাকায়। চাহিদা কম থাকালেও বড় গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায়। 

ইজাদাররা বলছে, গত বছরের তুলনায় বেচা বিক্রির পরিমাণ কিছুটা কম। তবে কোরবানীর সময় আরও ঘনিয়ে আসলে বেচা বিক্রি বাড়বে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর