ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

বরিশালে খাটিয়া-হোগলা-ছ্যানার বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কোরবানির ঈদে অত্যাবশ্যকীয় খাটিয়া, হোগলা, দা-বটি, চাপাতি ও ছ্যানার বিক্রি জমজমাট। তবে আগের চেয়ে দেড়-দুইগুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।

নগরীর হাটখোলা ও লোহাপট্টিতে গিয়ে দেখা গেছে, কোরবানির ঈদ সামনে রেখে কোরবানির পশু কাটার কাজে ব্যবহৃত তেতুল গাছের খাটিয়া বিক্রি হচ্ছে আড়াই শ’ থেকে সাড়ে ৩শ’ টাকায়। নিম্নমানের খাটিয়া ২শ’ টাকায়ও পাওয়া যাচ্ছে। সাইজ ভেদে একেকটি বটি বিক্রি হচ্ছে ৩শ’ থেকে সাড়ে ৫শ’ টাকায়। ভালোমানের একটি চাপাতি বিক্রি হচ্ছে ৬শ’ টাকায়। এছাড়া ছুরি-ছ্যানাও বিক্রি হচ্ছে ২শ’ থেকে সাড়ে ৩শ’ টাকায়। 

বিক্রেতারা জানিয়েছেন, লোহার দাম বেড়ে যাওয়ায় দা-বটি, চাপাতি ও ছ্যানাসহ লৌহজাত পণ্যের দাম আগের চেয়ে দেড়গুণ বেড়েছে। সামান্য লাভে কোরবানির বাজারে লৌহজাত পণ্য বিক্রি করছেন বলে জানিয়েছেন বিক্রেতা আবুল কালাম। 

এদিকে গত বছর একশ’ থেকে দেড়শ’ টাকায় বিক্রি হওয়া হোগলা সাইজ ভেদে বিক্রি হচ্ছে ২শ’ থেকে ৩শ’ টাকায়। উৎপাদন ও পণ্য পরিবহনে খবর বেড়ে যাওয়ায় এসব পণ্যের দাম আগের চেয়ে বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর