ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুষ্টিয়ায় তরুণদের ডায়াবেটিসে আক্রান্তের হার বাড়ছে
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া অঞ্চলে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরমধ্যে তুলনামূলক কম বয়সী বিশেষ করে ৩০ বছর বয়সের নিচের তরুণরা আসছেন নতুন আক্রান্তের তালিকায়। এদের সচেতন করতে ডায়াবেটিস সম্পর্কে শিক্ষা কার্যক্রম হাতে নেয়ার কথা বলছেন চিকিৎসকরা।

ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের হিসেবে শুধু আফ্রিকা-এশিয়ার দেশগুলোতে নয়, ইউরোপ আমেরিকাতেও দ্রুতগতিতে বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। ডায়াবেটিস চিকিৎসার জাতীয় নির্দেশিকা তথ্যমতে তালিকার অষ্টম দেশ বাংলাদেশে এখন ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 

কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টরলিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাসপাতালে দিনে চিকিৎসা নিচ্ছেন গড়ে তিন শতাধিক রোগী। আগের চেয়ে এই সংখ্যা অন্তত ৫০ জন বেড়েছে। 

কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহনা আফরোজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তুলনামূলক কম বয়সীরাও আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। ইদানিং আমরা দেখছি ৩০ বছরের নিচে যাদের বয়স তাদেরও ডায়াবেটিস ধরা পড়ছে। নিয়মিতই এমন রোগী আসছে হাসপাতালে এবং এই সংখ্যা একেবারে কম নয়। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন বলেন, সচেতনতা আরো বাড়াতে হবে। কারণ এখনো পায়ের ক্ষত নিয়ে রোগী আসার হার কমেনি। তিনি বলেন, সবাইকে কায়িক পরিশ্রম বাড়াতে হবে। নিয়মিত বছরে অন্তত দুই বার ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করাতে হবে।

বিডি প্রতিদিন/ নাজমুল



এই পাতার আরো খবর