ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দেশে আরও ১৫ জনের করোনা শনাক্ত
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ, যা গতদিনের তুলনায় কম। গতকাল বৃহস্পতিবার ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৮০৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৮ হাজার ১৩৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর