ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

তালেবান নেতা মোল্লা মনসুর মারা গেছেন
অনলাইন ডেস্ক

নিজ দলের কমান্ডারদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় আহত তালেবানের প্রধান মোল্লা আখতার মনসুর মারা গেছেন।  আফগান কর্মকর্তারা আজ তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। খবর আইএএনএস'র চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এর আগে জানিয়েছিল যে, গত বুধবার নিজ দলের কমান্ডারদের সঙ্গে তর্কবিতর্ক থেকে পরবর্তীতে বন্দুকযুদ্ধে মারাত্মক আহন হন মোল্লা আখতার মনসুর। তখন পাওয়া মারাত্মক জখম থেকেই তার মৃত্যু হয়েছে। চলতি বছরের জুলাইয়ে তালেবান প্রধান মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যু হয়। এরপর গোষ্ঠীটির প্রধান হিসেবে দায়িত্ব নেন মোল্লা আখতার মনসুর। মোল্লা ওমরের উত্তরসূরি হিসেবে মোল্লা মনসুরের দায়িত্ব নেয়ার পর থেকেই আফগান তালেবান দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এর প্রেক্ষিতেই গত বুধবার মোল্লা মনসুর ও তার দলের কমান্ডারদের মধ্যে বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।

বিডি-প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৫/শরীফ



এই পাতার আরো খবর