ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

বিধ্বংসী ঝড়ে এখনও বেসামাল ফ্লোরিডা, বাড়ছে মৃত্যুর সংখ্যা
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন ইরমার আঘাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে আমেরিকাকে চুরমার করে ফ্লোরিডিয়া আঘাত হানে হারিকেন ইরমার।

ইতিমধ্যেই ফ্লোরিডা প্রশাসন সরকারি ভাবে মৃতের সংখ্যা ৩৪ বলে উল্লেখ করেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। হতাহতের সংখ্যায় আরও বেশি। 

জানা গেছে, ফ্লোরিডার মিয়ামির হলিউডে একটি নার্সিং হোমে গত দু'দিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারও মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি এতটাই খারাপ, প্রশাসনের পক্ষ থেকেও মৃত্যুর সংখ্যার হিসেব নেওয়া সম্ভব হয়ে উঠছে না। কারণ, ঝড় পরবর্তী ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ফ্লোরিডা প্রশাসন ও স্থানীয়রা। 

এদিকে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানিয়েছে, হারিকেন ইরমার আঘাতে কিসের এক চতুর্থাংশ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাখ ডলার ছাড়িয়ে গেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন। তবে বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফরিতে চেষ্টা করছেন স্থানীয়রা।

বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত



এই পাতার আরো খবর