ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাজিলে ১০৮ শিশু যৌন নিপীড়ক আটক
অনলাইন ডেস্ক

ব্রাজিলে মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে শিশুদের আপত্তিজনক ছবি ছড়িয়ে দেওয়া অভিযোগে একটি চক্রের ১০৮ সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

রাজধানী ব্রাসিলিয়াসহ ২৫টি রাজ্যে অভিযোগ চালিয়ে তাদের আটক করা হয়। শিশু যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইমিগ্রেশন কর্মকর্তারাও অংশ নিয়েছিল।

এর আগে, যৌন নিপীড়কদের খোঁজে ৬ মাস ধরে অনুসন্ধান চালানো হয। এসময় অনুসন্ধানকারী কর্মকর্তারা দেড় লাখেরও বেশি ফাইল খুঁজে পেয়েছেন যাতে শিশুদের আপত্তিকর ছবি রয়েছে। চক্রটি গোপন ওয়েবের মাধ্যমে ছবিগুলো এমনভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেয় বেশিরভাগ সার্চ ইঞ্জিন সেগুলো খুঁজে পায় না।

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/মাহবুব



এই পাতার আরো খবর