ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

আফগানিস্তানে ফের সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাজ্যের
অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ব্রিটিশ সেনার সংখ্যা বাড়িয়ে ১,০০০ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মুখে ন্যাটো সামরিক জোটের অন্যতম সদস্য ব্রিটেন এই নজরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী থেরেসা মে চলতি সপ্তাহে আফগানিস্তানে ন্যাটো জোটে আরো ৪০০ ব্রিটিশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ন্যাটো জোটের সদস্য রাষ্ট্রগুলো তাদের বাৎসরিক জিডিপির দুই শতাংশ অর্থ সামরিক খাতে ব্যায়ের জন্য যে প্রতিশ্রতি দিয়েছিল, তা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। মে এমন সময় এই আবেদন জানালেন যখন ব্রাসেলসে ন্যাটো জোটের চলমান শীর্ষ বৈঠকে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার



এই পাতার আরো খবর